শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে চিরনিদ্রায় শায়িত হলেন উপজেলার কাওরাইদ ইউনিয়নের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মন্ডল (৪৮)। তিনি কাওরাইদ মধ্যপাড়া এলাকার মরহুম সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে।তিনি পারিবারিক জিবনে অবিবাহিত ছিলেন।
মঙ্গলবার (২২ জানুয়ারী) সকাল ১১ টায় কাওরাইদ কে. এন উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন কাওরাইদ বাজার জামে মসজিদের পেশ ইমাম। জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর নামাজে জানাজায় অংশ নেন গাজীপুর-৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ এম.পি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুুজ জোহরা, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম। বিভিন্ন উপজেলার ইউপি চেয়ারম্যান গন , আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংঘঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও শ্রীপুর, ভালুকা, গফরগাঁও সহ তিন উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষ।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার ভোরে তিনি বুকে ব্যাথা অনুভব করলে। দ্রুত তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হলে।সেখানেই তিনি দুপুর দেড়টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
উল্লেখ্য, ৪৮ বছর বয়সী রফিকুল ইসলাম মন্ডল ছাত্র জিবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জরিত ছিলেন। তিনি জিবিত থাকা অবস্থায় শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন সহ,বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কাওরাইদ ইউনিয়নের ২য় মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান ও কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ ও তাঁর অঙ্গ-সহযোগী সংঘঠনের সর্বস্তরের নেতা কর্মীদের মধ্যে শোকের ছাঁয়া নেমে আসে।