জি নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল অনুষ্টিত হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
সোমবার (৬ আগষ্ট) সকাল সোয়া ১১টায় দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ।
শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন,পৌর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান রনি, মাওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ শিশির, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান, শ্রীপুর রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ সিদ্দীকি, পলাশ আহমেদ, হিরা ফকির, অভি, সজিব আহমেদ প্রমূখ।