শ্রীপুরে জমকালো আয়োজনে ই-কমার্স প্লাটফর্ম ‘সদাই’ এর যাত্রা শুরু

0
34

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ই-কমার্স প্লাটফর্ম ‘সদাই’ এর যাত্রা শুরু হয়েছে। শ্রীপুরে এটিই সর্বপ্রথম আনুষ্ঠনিকভাবে যাত্রা শুরু করে। সোমবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় শ্রীপুরের শিল্পঞ্চল হিসেবে পরিচিত মাওনা চৌরাস্তা সুপার স্টার চাইনিজ রেস্টেুরেন্টে জমকালো অনুষ্ঠানে কেক কেটে যাত্রার উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা আফসার উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রধান রেজাউল করিম। তিনি বলেন, শ্রীপুরে এটিই প্রথম এবং পূর্ণাঙ্গ ই-কমার্স প্লাটফর্ম ‘সদাই’। এখানে খাবার, কাঁচা বাজার, মাছ মাংস, শিশু খাদ্য, ইলেকট্রনিক্সসহ সকল ধরনের নিত্য প্রয়োনীয় প্রোডাক্ট পাওয়া যাবে। স্থানীয় উদোক্তাদের পণ্য অর্ডারের মাধ্যমে গ্রহণ করে ৩০ থেকে ১২০ মিনিটের শধ্য ডেলিভারি করতে সক্ষম প্রতিষ্ঠানের কর্মীরা। ইতিমধ্যে উপজেলার ১১ জন স্থায়ী এবং ১৫ জনেরও বেশি ফ্রিল্যান্স ডেলিভারিম্যান রয়েছে এ প্রতিষ্ঠানে।

তিনি আরও বলেন, কর্মব্যস্ত মানুষের বাজার বা কেনাটার জামেলা থেকে স্বস্তি এবং শ্রীপুরের মানুষের জীবন যাত্রায় আধুনিকতা ও জীবনকে সহজ করতে ‘সদাই’ একটি মুক্ষ ভূমিকা রাখার লক্ষে কাজ করে যাচ্ছে। ১৮ টি রেস্টুরেন্ট, ১০টি , ইলেকট্রনিক্স, গ্রোসারি এবং ৩৪ জন স্থানীয় উদ্যোক্তা ইতিমধ্যে সদাই অ্যাপস’র সাথে যুক্ত হয়েছে। বেকারত্ব দূরীকরণ, ব্যবসায়িক সুযোগ এবং স্থানীয় জীবনযাত্রায় ‘সদাই’ এর ইতিবাচক প্রভাব ফেলবে বলে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা আসা করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘সদাই’ এর আইন উপদেষ্টা ব্যারিস্টার সামিয়া সুলতানা, প্রশাসন নিয়ন্ত্রক সাইফ রহমান বাঁধন, কোয়ালিটি ও ডিজিটাল অপারেশন ম্যানেজার রাফিদ মাহমুদ, ৭০ জন ভেন্ডরসহ স্থানীয় ব্যবসায়ী, সংবাদকর্মীসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে “সদাই” এর প্রতিষ্ঠাতা আফসার উদ্দিন আহমেদ সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার সহ সর্বদা সদাইয়ের পাশে থাকার আহবান জানান।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন