শ্রীপুরে জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন

0
9

শ্রীপুরে জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছে উপজেলার আবদার গ্রামের হাতেম আলীর স্ত্রী রেদুলা খাতুন (৫০)।
২ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩টায় উনার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেদুলা খাতুন বলেন, আমার শাশুড়ি মৃত উসমান খানের স্ত্রী মৃত শহর বানুর কাছ থেকে প্রায় চল্লিশ বছর আগে ক্রয়সূত্রে মালিক হইয়া ৯ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করিয়া আসিতেছি। যাহার তফসিল তফসিল জেলা- গাজীপুর শ্রীপুর থানাধীন ৪নং ধনুয়া মৌজাস্থিত সাবেক ৪৯/১ এস.এ হাল খতিয়ান নং- ৫৩, এস.এ দাগ নং- ১৮৮১ আর.এস খতিয়ান নং- ৩৬৮ আর.এস দাগ নং ৭২৯০, ৭২৯১,৭৩০৩ মোট জমি ২০২ শতাংশ, আর.এস খতিয়ান নং- ৩৭০ আর.এস দাগ নং- ৭২৯২, ৭২৯৩, ৭২৯৪,৭২৭৯, ৭৩০৩ মোট জমি ১০০ শতাংশ, একুনে সর্বমোট (২০২+১০০)= ৩০২ শতাংশ ইহার কাতে ৭২৯০ দাগে নালিশী জমি ৯ শতাংশ।

বক্তব্যে রেদুলা খাতুন আরো বলেন, এমতাবস্থায় আমার স্বামীর ভাতিজা একই উপজেলার ফরিদপুর গ্রামের মৃত তমির উদ্দিন ছেলে সিরাজ মিয়া ওরফে সিরু (৫০),নেওয়াজ উদ্দিন (৫৫), সামছুল খান (৫২),মৃত ইব্রাহিম খানের ছেলে আব্দুর রাজ্জাক (৭০), মফিজ উদ্দিন(৪৫)। তারা অন্যায় ভাবে দখল করার উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্রসহ পায়তারা করিতেছে এবং খুন জখমের হুমকি দিয়া আসিতেছে। উক্ত অভিযুক্ত ব্যক্তিদের নামে বিজ্ঞ ২য়সহকারী জজ আদালত, গাজীপুরে দে: মো: নং- ৪৪/২০১৯ নং মোকদ্দমা দায়ের করা আছে। উক্ত মামলাটি চলমান রয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা শ্রীপুর থানার উপ-পরিদর্শক এস আই মোস্তাফিজুর রহমানের মাধ্যমে থানায় গত ২৯ মার্চ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে, যেহেতু বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে, সেহেতু আমি বিজ্ঞ আদালত মান্য করিয়া শ্রীপুর থানায় উপস্থিত হয় নাই।

ইহার পর থেকে বিবাদীরা আমার পরিবারের উপর ক্ষিপ্ত হইয়া পুলিশের মাধ্যমে প্রায় সময় আমার বড় ছেলে শাহজানের মোবাইলে ফোন করিয়া বিভিন্ন ধরনের ভয়-ভীতি সহ আমার ও আমার পরিবারের লোকজনের নামে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়া জেল হাজত খাটাইবে বলিয়াও হুমকি দিয়া আসিতেছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি নিষ্পত্তি করার জন্য দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে। কিন্তু রেদুলা খাতুনের পক্ষ থেকে কেউ থানায় হাজির হয়নি।

কোন মন্তব্য নেই