শ্রীপুরে জমি নিয়ে সংঘর্ষে দুপক্ষের ৭ জন আহত পাল্টাপাল্টি মামলা

0
89

গাজীপুরে শ্রীপুরে জমি সংক্রান্তের বিরোধের জের ধরে আজ উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ৭জন আহত হয়েছে। একপক্ষের লোকজন একটি শিক্ষক পরিবারের বসতবাড়িতে হামলা চালিয়ে ৫জনকে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করেছে। আহতরা হলেন,পলাশ মাহমুদ আরফান (৩৫),জামিউল কাউসার (২৫),রুমা নাসরিন (৩২),নুর মোহাম্মদ মাষ্টার (৪৩),জমিলা খাতুন (৬০) ও প্রতিপক্ষের আহতরা হলেন মোখলেসুর রহমান (২৭) ও সাদেকুর রহমান (৩২)। এদের মধ্যে পলাশ মাহমুদ আরফান ও জামিউল কাউসার এবং অপর পক্ষের মোখলেসুর রহমান (২৭) ও সাদেকুর রহমান (৩২) গুরুতর জখম হওয়ায় তাদেরকে ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের লাকচতল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাকচতল ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক নুর মোহাম্মদ মাষ্টার বাদী হয়ে ৭জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছে।

জানা যায়,উপজেলার বরমী ইউনিয়নের লাকচতল গ্রামের মৃত অব্দুল হেকিমের ছেলে নূর মোহাম্মদ মাস্টারের দীর্ঘ দিনের দখলকৃত জমি একই গ্রামের তারেকুর রহমান ও মোখলেছুর রহমান ২০/২৫ লোকজনসহ দেশীয় অস্ত্র দা লাঠি সাবল নিয়ে গত বুধবার সকালে জোরপূর্বক জমি দখল করতে আসে। পরে তারা জমি দখল করে সামীনা পিলার পঁতে রাখে। এতে বাঁধা দিলে নূর মোহাম্মদ মাস্টারের পরিবারের লোকজনের উপর এলোপাথারী হামলা চালিয়ে ৫জনকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হামলাকারীরা নুর মোহাম্মদ মাষ্টারের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তারেকুর রহমান বলেন,আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমি জোরপূর্বক নূর মোহাম্মদ মাস্টার দখল করে রেখেছিল। জমি দখল মুক্ত করতে গেলে বরং আমাদের পরিবারের লোকজনকে তারা হামলা চালায়। এতে আমাদের পরিবারের মোখলেসুর রহমান ও সাদেকুর রহমান গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন,হামলার ঘটনায় উভয় পক্ষই থানায় মামলা করেছে। আসামীরা পলাতক থাকায় তাদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই