শ্রীপুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

0
26

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ আজ শনিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী।জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করে দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। এর আগে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে সূর্যোদয়ের প্রাক্কালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ২০২০ পালন করা হয়।

সকাল ১০টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুর-৩ আসনের সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ দলীয় সকল স্তরের নেতাকর্মী গন।

পরে বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইকবাল হোসেন সবুজ এমপি, তাছাড়াও বক্তব্য রাখেন, পৌর মেয়র মো. আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু, কফিল উদ্দিন মন্ডল, হুমায়ূন কবির হিমু প্রমুখ। এসময় শিক্ষার্থীদের মাঝে বই, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও চেক বিতরণ করা হয়।

অপরদিকে দুপুরে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন