শ্রীপুরে ঝুটের গোডাউন ও বসতবাড়িতে আগুন
খন্দকার মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :: গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে ঝুটের গোডাউন থেকে আগুন ছড়িয়ে এক কৃষকের বাড়ির ৩টি কক্ষ ভস্মিভূত হয়েছে। এসময় স্থানীয় আনসার ক্লাব নামের একটি সংগঠনের কার্যালয় আগুনে ভস্মিভূত হয়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙিলা বাজারের পাশে আব্দুল মান্নানের বাড়ির সামনে একটি ঝুটের গোডাউনে বুধবার সকাল সাতটার দিকে আগুন লাগে। পরে এ আগুন মান্নানের বাড়িতেও ছড়িয়ে পরে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রাসাদ পাল জানান, বুধবার সকালে এই অগ্নিকান্ডে ঝুটের একটি গোডাউন, মান্নানের বাড়ির ৩টি কক্ষ আগুনে পুড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারন যানা যায়নি।