শ্রীপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

0
20
জি নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক যুবক (২৮) মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করছে জয়দেবপুর রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২ আগষ্ট) ভোরে গাড়ারন উত্তরপাড়া রেললাইনের পাশে অজ্ঞাত (২৮) এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানিয়রা শ্রীপুর রেলস্টেশন মাস্টারকে খবর দেয়। শ্রীপুর ষ্টেশন মাষ্টার হারুন অর রশিদ জানান, শ্রীপুর রেল ষ্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গাড়ারন এলাকায় রেল সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানিয়রা আমাদের জানায়।পরে নিহত যুবকের লাশ উদ্ধারের জন্য জয়দেবপুর রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরনে জিন্স প্যান্ট ও গায়ে হলুদ রংয়ের জার্সি রয়েছে। যুবকটির মাথায় গুরুত্বর আঘাত রয়েছে। ধারনা করা হচ্ছে ভোর রাতে চলন্ত কোন ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন