শ্রীপুরে ডাকাতির প্রস্তুতি কালে চার ডাকাত আটক

0
43

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উপজেলার তেলিহাটি এলাকা থেকে চার ডাকাতকে আটক করেছে র‍্যাব-১ একটি দল।

মঙ্গলবার ২১ মে ভোর সাড়ে তিনটার দিকে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, শ্রীপুরের কালমেঘা এলাকার জাহাঙ্গীর এর ছেলে বাবুল সরকার (২৮), ইয়ার উদ্দিন এর ছেলে পারভেজ মিয়া (২২) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের সাইদুল ইসলামের ছেলে শাহিন মিয়া (২৫), খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার পাণ্ডরা গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোঃ মামুন মিয়া (১৯)। গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার আল মামুন জানান, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এরকম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে শ্রীপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

কোন মন্তব্য নেই