শ্রীপুরে ড্রাম ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

0
764

গাজীপুরের শ্রীপুরে মাওনা-বরমী সড়কে ড্রাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আরো দু’জন গুরুত্বর আহত হয়েছে। স্থানিয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর-বরমী সড়কের চেরাগআলী মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মোটরসাইকেল আরোহী নাহিদ মোড়ল (২৮) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী গ্রামের ফজর আলীর ছেলে। আহত রাসেল মিয়া (২৫) ওই উপজোলার রায়েদ গ্রামের মো: সাজেদ মিয়ার ছেলে ও হাবিবুর (২৪) মো: নুরুল ইসলামের ছেলে। গরুত্বর আহত রাসেল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত নাহিদ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে মাওনার দিকে যাচ্ছিলেন।পরে সাতাখামাইর চেরাগ আলী মাজার সংলগ্ন স্থানে পৌঁছলে সড়কে পড়ে থাকা সিরামিক কারখানার মাটিতে চাকা পিছলে পড়ে যায়।পিছনে বরমী থেকে বালু ভর্তি একটি ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। অপর দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান জানান, ড্রাম ট্রাক চাপায় এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছে অপর দু’জনকে স্থানীরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন