শ্রীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

0
5

শ্রীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় দৈনিক আজকের সংবাদের শ্রীপুর উপজেলা প্রতিনিধি আতিক হাসান আহত ও লাঞ্ছিত হয়েছেন। এ সময় তাকে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয় হামলাকারীরা।আহত আতিক হাসান স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আতিক হাসান।অভিযুক্তরা হল, উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে শারফুল ইসলাম, মনু মিয়ার ছেলে আরিফ, তোফাজ্জলের ছেলে রিয়াদ, বাবু মিস্তি ছেলে আনিস মিয়া, সমের আলীর ছেলে আলমগীর হোসেন।সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন শ্রীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, এই ঘটনায় আতিক হাসান একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করতে একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই