শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের জৈনাবাজার এলাকায় দিনের বেলায় চুরি করার প্রস্তুতিকালে দুই চুরকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করেছে এলাকাবাসি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার আবদার গ্রামের আবুল কাশেম মড়লের বাড়িতে এঘটনা ঘটে। আটককৃত দুই চুররে একজন পটুয়াখালী জেলার জিলনা গ্রামের দুলাল খানের ছেলে আকাশ খান (২৫),এবং তার সাথের জনের নাম আমির হোসেন (৪৫)। দীন ইসলামের স্ত্রী শাপলা বলেন, আবুল কাশেম মড়লের বাড়ির তৃতীয়তলায় ভাড়ায় থাকি। আমার স্বামী চাকুরী করেন এসকিউ সোয়েটার কারখানায়। আমি সকালে ছেলে মেয়েদের নিয়ে স্কুলে চলে যাই। পরে বাড়ি এস দেখি এই ঘটনা। আমার ঘরের দরজার সিটকানি কাটা। এবং চুরও এখানে। চুরেরা আমার কোন মালামল নিতে পারেনি। এর বেশি কিছুু আমি জানি না। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে আবুল কাশেম মড়লের বাড়ির তৃতীয়তলায় ভাড়াটিয়া দীন ইসলামের রুমের শিটকানি কেটে ঘরে প্রবেশের সময় পাশের রুমের একজন দেখে ডাকাডাকি শুরু করেন। পরে গ্রামবাসী তাদেরকে দেখে ফেললে গ্রামের যুবকরা তাদের গেড়াও করে ধরে ফেলে। এর পর গণধোলাই দিয়ে চুরদের শ্রীপুর থানা পুলিশের কাছে হস্থান্তর করে। শ্রীপুর থানার এস আই আশরাফুল্লাহ বলেন, রুমের দরজার শিটকানি কেটে ঘরে প্রবেশের সময় পাশের রুমের একজন দেখে ডাকাডাকি শুরু করেন। পরে গ্রামবাসী তাদেরকে ধরে থানায় খবর দিলে আমরা তাদেরকে আটক করি। তবে চুরেরা ঘরের ভিতরে প্রবেশ করতে পারেনি। কোন মালামাল লুডকরে নিতে পারেনি।