শ্রীপুরে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ

0
126

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। বুধবার (২১ নভেম্বর)পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম এর নির্দেশনায় গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম শ্রীপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান চালিয়ে ১। মোসাঃ রাশেদা (৩৬), স্বামীঃ আঃ রহিম, সাং বেড়াইদেরচালা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর ২। মোঃ বাবুল মিয়া (৩৮) পিতাঃ মৃত নূরুল ইসলাম সাংঃ গুইতলা থানাঃ কলমাকান্দা জেলাঃ নেত্রকোনা A/P সাং-মুলাইদ (সফিক মোড়, কালু ফকির এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর’কে ২০ (বিশ) পিচ ইয়াবা মাদকদ্রব্য সহ গ্রেফতার করে।গাজীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করেন।

কোন মন্তব্য নেই