শ্রীপুরে দুটি বিদেশী পিস্তল ও ৩’শত পিস ইয়াবাসহ শীর্ষসন্ত্রাসী পিস্তল মাসুদ ও সহযোগী আটক!

0
425

শীর্ষসন্ত্রাসী পিস্তল মাসুদ ও সহযোগী রাজিব

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষসন্ত্রাসী মাসুদ ওরফে পিস্তল মাসুদ ও তার সহযোগী রাজীব কে ২টি বিদেশি পিস্তল, ১৪রাউন্ড গুলি ,৩টি মাগজিন, ৩০০পিস ইয়াবা সহ আটক করে শ্রীপুর মডেল থানা পুলিশ।

বুধবার (৯ ডিসেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের দল উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে।

আটককৃত মো. মাসুদ (ওরফে পিস্তল মাসুদ) (২৮) উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে ও তার সহযোগী মো. রাজিব (২৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের আবুল বাশারের ছেলে।

উদ্ধারকৃত পিস্তল ও ইয়াবা ট্যাবলেট

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাসুদ ও রাজিবকে আটক করে পুলিশ। এসময় তাদের দেহতল্লাশী করে দুইটি বিদেশী পিস্তল ১৪ রাউন্ড গুলি ও তিনশত পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাজীপুর আদালতের প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই