শ্রীপুরে দোকান নির্মান কাজে বাধা থানায় অভিযোগ

0
244

শ্রীপুরে দোকান নির্মান কাজে বাধা থানায় অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে দোকান নির্মান কাজে বাধা, চাঁদা দাবী ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

২৪ আগষ্ট উপজেলা কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশরাফুল আলম রনি বাদী হয়ে প্রতিপক্ষ মো: ফিরুজ আহাম্মেদ, মো: ইব্রাহিম নয়ন, মো: শরিফ আহম্মেদ, মোরাদুল হাসান আরিফ, মো: সুমন মিয়া, মো: ইলিয়াস দের নামে গাজীপুর পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাপ্তা মৌজার এস.এ ৭৫, আর.এস ১৩৪ খতিয়ানে, এস.এ ১৮৭, ১৮১ আর.এস ১২০১, ১২০২, ১২০৩, ১২০৬, ৮৬৮, ১২০৭নং দাগে ৭০ শতাংশ জমি আমার পিতা এস.এম.এ আউয়াল আমাকে ও আমার ছোট ভাই আনিছুর রহমান এবং মাতা রেখা আক্তারকে রেজি: করিয়া দেয়। প্রতিপক্ষরা আমাদের ভোগ দখলীয় জমি থেকে বেদখল দেওয়ার জন্য ইতি পূর্বে আমার বৃদ্ধ পিতা-মাতাকে মারপিট করে, ২ লক্ষ টাকা চাঁদাও দাবী করে এবং দোকান ঘর নির্মান করার মালামাল লুট করে নিয়ে যায়।

আশরাফুল এর পিতা আউয়াল জানান, দীর্ঘ ৪০ বছর পূর্বে মৌখিক ভাবে সাহাব বন্টন করিয়া জমি ভোগ দখল করিয়া ভোগ দখল করিয়া আসছি। এ মৌসুমে আমি আমন চাষ করিতেছি। জমিতে দোকান ঘর নির্মান করতে গেলে আমার বংশের লোকজন বাধার সৃষ্টি করে। প্রতিপক্ষকে দোকান ঘর নির্মানে বাধা না দেওয়ার জন্য আমার স্ত্রী রেখা আক্তার ফিরুজ আহাম্মেদ গংদের এক লক্ষ টাকা দেয়া হয়েছে। কিন্তু পুনরায় আরো দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। টাকা না দেওয়ার কারণে দোকান ঘর নির্মানে বাধা নিষেধ দেয়। আমরা অসহায় প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

আশরাফুল আলম রনি জানান, চাঁদা নেওয়ার পরও পুনরায় আমার নিকট দুই লক্ষ টাকা দাবী করে। প্রতিপক্ষরা যে কোন সময় আমাদের ক্ষতি করিতে পারে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

কোন মন্তব্য নেই