শ্রীপুরে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

0
49

গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে পৌরসভার কেওয়া পূর্বখন্ড গ্রামের মোবারক হোসেনের বাড়ি থেকে রিয়া আক্তার (১৮) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। রিয়া আক্তারের বাড়ি নরসিংদী জেলায়।সে শ্রীপুর পৌরসভার ফখরুদ্দিন টেক্সটাইল নামক একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন জানান, ঘরের দরজা সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ ছিল। পরে বাড়ির অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হলে ঘরের দরজায় অনেক ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিককে খবর দেন তাঁরা। পরে জানালা ভেঙে ঘরের ভেতর তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে বাড়ির মালিক মোবারক হোসেন পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে ওই নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই