শ্রীপুরে নিখোঁজের ছয়দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার!

0
25

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অটো নিয়ে নিখোঁজ হন অটো চালক মো.শামীম(৩০)। সোমবার (২০)ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে নিখোজ হন তিনি। পরদিন নিহতের বাবা ছামান উদ্দিন বাদী হয়ে শ্রীপুর থনায় সাধারণ ডায়রী করেন। নিখোঁজের ছয়দিন পর আজ রবিরার দুপুরে স্থানীয় লোকজন হাশিখালী এলাকার বনের ভেতর শামিমের হাত পা বাঁধা মুখে স্কসটেপ মারা লাশ দেখতে পায়।খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ নিহেতর লাশ উদ্ধার করে। অটোচালককে হত্যার ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিমলাপাড়া এলাকর হাসিখালী বনের ভেতর।

নিহত শামিম শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা মাষ্টার বাড়ি এলাকার মোঃ ছামান মিয়ার ছেলে।

নিহতের বাবা ছামান মিয়া ও চাচা বাবুল সিকদার জানান, গত সোমবার (২০ডিসেম্বর) সকালে অটোরিকশা নিয়ে বের হয়।সন্ধ্যা সাতটার দিকে সে নিখোঁজ হয়েছে। তাকে অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাওয়া যায়নি। পর দিন (২১ডিসেম্বর) শ্রীপুর থানায় সাধারণ ডায়রী করেন শামিমের বাবা। এর পরথেকে শামিম নিখোঁজ ছিল। আজ রবিবার দুপুরে স্থানীয় লোকজন হাসিখালী বনের ভেতর হাত পা বাঁধা মুখে স্কসটেপ লাগানো একটি লাশ দেখতে পায়।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুত্রের মরদেহ দেখতে পান ছামান মিয়া ও পরিবারের লোকজন। নিহতে চাচা বাবুল সিকদার জানান শামিমের অটোরিক্সাটি পাওয়া যায়নি।ঘাতকরা অটো ছিনতাই করতেই শামীম কে হত্যা করে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন