শ্রীপুরে পবিত্র রমজান উপলক্ষে মোবাইল কোর্টের অভিযান

0
37

শ্রীপুরে পবিত্র রমজান উপলক্ষে মোবাইল কোর্টের অভিযান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় সুনামধন্য তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান।

সোমবার ২০ মে গাজীপুর জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর নির্দেশনায় পবিত্র রমজানে খাদ্যদ্রব্যের মান অক্ষুন্ন রাখা ও মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য শ্রীপুর উপজেলার মাওনা এলাকার ইয়াকুব আলী মাস্টার টাওয়ার ও কিতাব আলী প্লাজার ৩ টি দোকান যথাক্রমে ডলফিন, হ্যাপী আওয়ার ও ফুড কিং এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করাহয়।

এসময় ১৪০০০ টাকা অর্থদন্ডসহ সতর্কীকরণ করা হয়। অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমাতুজ জোহরা।গাজীপুরের জেলাপ্রশাসক এক প্রেসবিজ্ঞপ্তিতে অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

কোন মন্তব্য নেই