শ্রীপুরে পারিবারিক কলহের জের, স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন!

0
317

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী। আহতের ভাই আব্দুল মান্নান অভিযোগের ভিত্তিতে স্ত্রী আকলিমা আক্তারকে আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার ০৯ জুন রাতে উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্বামী আব্দুল জলিল নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নন্দেরছুটু গ্রামের জহর আলীর ছেলে। অভিযুক্ত স্ত্রী আকলিমা আক্তার (২৫) গফরগাঁও পাগলা থানা লংগাইর গ্রামের লোকমান হোসেনের মেয়ে। আহত জলিল মিয়া পেশায় একজন পল্লী চিকিৎসক।সে পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামে স্থানীয় আবু তাহেরের বাড়িতে স্ত্রীসহ ভাড়া বাসায় থেকে ওষুধের ব্যবসা করতেন।

এ বিষয়ে আহত জলিলের ভাই আব্দুল মান্নান জানান, বছর সাতেক আগে আব্দুল জলিলের সাথে বিয়ে হয় আকলিমার। তাদের সংসারে ৫ বছর বয়সী একটি কন্যা সন্তানও আছে। ৩ বছর ধরে ব্যবসা করার জন্য গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামে স্থানীয় আবু তাহেরের বাড়িতে স্ত্রীসহ ভাড়া বাসায় থেকে ওষুধের ব্যবসা করতেন।

তিনি আরও জানান, আকলিমা আক্তার তার স্বামীকে নানা বিষয় নিয়ে সব সময় সন্দেহ করতেন। বেশ কিছুদিন পূর্ব হইতে আমার ছােট ভাইয়ের সাথে সাংসারিক বিভিন্ন খুটিনাটি বিষয়াদি নিয়া ঝগড়া বিবাদ করিয়া আমার ছােট ভাইয়ের জান মালের ক্ষতিসাধন করিবে বলিয়া ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতে থাকে।

জলিলের স্ত্রী আকলিমা আক্তার গত মঙ্গলবার রাতে জলিলকে দুধের সাথে ঘুমের ঔষধ খাইয়ে দেয় পরে ভোর সাড়ে ৫ টার দিকে ঘুমন্ত অবস্থায় ধারাল দা দিয়ে জলিলের পুরুষাঙ্গ কেটে দেন।এসময় জলিল চিৎকার দিয়া ঘুম হইতে উঠিলে আকলিমার হাতে থাকা ধারালাে দা দিয়া কোপ দিলে পিঠের উপরের অংশে বাম পার্শ্বে লাগিলে রক্তাক্ত ও গুরুতর জখম করে। তখন সে ডাকচিৎকার করিতে থাকিলে উক্ত আকলিমা দৌড়াইয়া পলাইয়া যায়।পরে তাকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে তার শরীলের অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার এস আই এনায়েত হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে জলিলের স্ত্রী আকলিমা আক্তারকে গ্রেফতার করা হয়।

শ্রীপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) লেয়াকত আলী জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে আকলিমা আক্তারকে গ্রেফতার করা হয়। পরে ১১ জুন দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।

কোন মন্তব্য নেই