শ্রীপুরে পিতাকে ছেলের নির্মম নির্যাতন,আদালতে মামলা

0
0

শ্রীপুরে পিতাকে নির্মমভাবে মারধর,আদালতে মামলা

নিজস্ব প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপর উপজেলার কেওয়া চন্নাপাড়া গ্রামে আলহাজ্ব আসাদুজ্জামান ওমেদ আলীর বাড়িতে গত (২৭/১০/২০২৩ ইঃ রোজ শনিবার) এঘটনা ঘটে।

হামলার শিকার পিতা কালু মিয়া (৬১), বাগেরহাট মোড়লগঞ্জ জিওধারা গ্রামের মৃত আঃ ছাত্তার হাওলাদারের ছেলে।বর্তমানে সে উপজেলার কেওয়া চন্নাপাড়া গ্রামের আলহাজ্ব আসাদুজ্জামান ওমেদ আলীর বাড়ির ভাড়াটিয়া। তিনি ভাড়াবাসা থেকে আলহাজ্ব আসাদুজ্জামান ওমেদ আলীর বাড়ির কেয়ারটেকারের, দায়িত্ব পালন করে আসছে দীর্ঘদিন যাবত ।অভিযুক্ত ছেলে সোহাগ মিয়া একই বাড়িতে ভাড়াবাসা থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় সুপারভাইজার পদে চাকুরী করেন।

এঘটনায় হামলার শিকার পিতা কালু মিয়া বাদী হয়ে ছেলে সোহাগ মিয়ার নাম উল্লেখ্য করে, শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানাযায়,কালু মিয়ার ছেলে সোহাগ মিয়া তার অবাধ্য সন্তান। সে বেশ কিছুদিন যাবৎ তাহার সহিত অহেতুক বিভিন্ন বিষয়াদী নিয়া ঝগড়া বিবাদ সৃষ্টি করিয়া প্রায় সময়ই তাহাকে মারধর সহ বিভিন্ন ভাবে
অন্যায় অত্যাচার করিয়া আসিতেছে। গত শনিবার বিকাল আনুমানিক ৫ঘটিকার সময় সোহাগ মিয়া তার সহিত পূর্বের ন্যায় ঝগড়া বিবাদ সৃষ্টি করিয়া কালু মিয়াকে অশ্লীল
ভাষায় গালিগালাজ সহ এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারিয়া ও লোহার রড, শলার ঝাড়ু দিয়া শীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া নীলাফুলা জখম করে। এমন সময় তার ডাকচিৎকারে শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসিয়া সোহাগ মিয়ার কবল হইতে তাকে প্রাণে রক্ষা করেন। তখন সোহাগ মিয়া তাহাকে প্রকাশ্যে প্রাণ
নাশের হুমকি দিয়া চলিয়া যায়,আর যাওয়ার সময় বলে সে যেন এই এলাকা ছেড়ে চলে যায়।

হামলার শিকার পিতা কালু মিয়া আরও বলেন, সোহাগ আমার ছেলে আমি তার বাবা ছেলে হয়ে সে বাবার গায়ে হাত উঠিয়েছে। এতে শুধু সে আমাকে মারেনাই প্রত্যকটা বাবার গায়ে হাত উঠিয়েছে আমি এর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত ছেলে সোহাগ মিয়ার সাথে জানতে চাইলে,তিনি কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন