শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পশ্চিম কপাটিয়াপাড়া গ্রামের প্রধানের চালা এলাকার বাঁশ ঝাড়ের পাশের একটি পুকুর থেকে গলাকাটা অজ্ঞাত (২০) এক নারীর লাশ উদ্ধার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
২১ জুন শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ লাশ উদ্ধার করাহয়। নারীর পড়নে ছিল লাল রঙের সেলোয়ার কামিজ ছিল।
স্থানীয়রা জানান, সকালে পুকুর পাড়ের পাশ দিয়ে যাওয়ার পথে আলতাফ হোসেন এর ছেলে শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম এর পুকুরে অজ্ঞত নারীর লাশ ভাসতে দেখে পেয়ে স্থানিয়রা পুলিশ কে খবর দেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নামা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি।এ ব্যাপারে তদন্তকরে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।