শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী ও বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার ১২ জুলাই রাতে অফিসার ইনচার্জ এর নির্দশনায় এসআই মাহমুদুল হাসান, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান এসআই আমিনুল হক, এসআই রাজিব কুমার সাহা এসআই মোঃ শহিদুল ইসলাম বিপিএম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সিজান মন্ডল (৩০), পিতা-মোঃ মুন্না মন্ডল, সাং-সকাল বাজার, থানা ও জেলা-জামালপুর, ২। মোঃ সারফুল ইসলাম, পিতা-হারুন মিয়া, সাং-মুলাইদ রঙ্গিলা বাজারের পশিমে থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ৩। সহিদুল ইসলাম সোহেল (২৬), পিতা-মোঃ আব্বাস আলী, সাং-গিলারচালা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ৪। হাসান মিয়া (২৭), পিতা-মৃত ফরিদ উদ্দিন, সাং-ধারা বাজার, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, ৫। মোঃ সুমন (২৫), পিতা-মোঃ আফাজ উদ্দিন, সাং-টেপিরবাড়ী, ৬। মোঃ আমিন শেখ (২০), পিতা-মোঃআনিসুর রহমান, সাং-টেপিরবাড়ী দক্ষিন পাড়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদের গ্রেফতার করিয়া নিয়মিত মামলা রুজু করা হয়।
অন্যদিকে, ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত ১। নজরুল ইসলাম @ গাজী(৪৩), পিতা-খালেক, সাং-নলছিরা পশ্চিমপাড়া (কালিরবাজার), থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ, এ/পি-জামিরদিয়া মাস্টার বাড়ী, থানা-ভালুকা , জেলা-ময়মনসিংহ, ২। সমীর গরামী (৩৫), পিতা-মৃত নূর মোহাম্মদ, @ মোহাম্মদ গরামী, সাং-চরঠেংগামারা (গরামীবাড়ী), থানা-কালকীনি, জেলা-মাদারীপুরদ্বয়কে ডাকাতি প্রস্তুতি কালে দুটি লোহার চাপাতি, ১টি রাম দা, একটি লোহার রড, ০২টি মোবাইল সেট ও ০৩টি সীম কার্ড সহ গ্রেফতার করা করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করাহয়। ডাকাতির প্রস্তুতি কালে নজরুল ইসলাম ও সমীর গরামী নামের দুই ডাকতকে গ্রেফতার করা হয়।শ্রীপুর থানার সকল আসামীদের মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।