শ্রীপুরে পৃথক অভিযানে দুই মাদক ব্যাবসায়ী আটক!

0
31

জি নিউজ ডেস্কঃ গাজীপুর শ্রীপুরের মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বুধবার (৩ অক্টোবর) ভাংনাহাটি ও বরমী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করেছে পুলিশ। এসআই মফিজুর রহমান মল্লিক, এসআই আশরাফুল্লাহ, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই জাহাঙ্গীর আলম এএসআই রুহুল আমিন ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১ পিচ ইয়াব ট্যাবলেট সহ লোকমান হোসেন রোকন (৩৯)কে গ্রেফতার করা হয়। সে উপজেলার ভাংনাহাটি গ্রামের মৃত করম আলী দপ্তরীর ছেলে। এবং পৃথক অভিযান চালিয়ে বরমী ছিটপাড়া এলাকায় ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ইব্রাহীম (২৮) কে গ্রেফতার করা হয়।সে উপজেলার বরমী (পূর্বপাড়া) ছিটাপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদে ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দু’জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পৃথক ভাবে ৪১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই