শ্রীপুরে প্যারাগণ পোল্ট্রি ফার্ম কর্তৃক মারাত্মক পরিবেশ দূষণ,পরিবেশ অধিদপ্তরের ঘটনাস্থল পরিদর্শন

0
18

নিজস্ব প্রতিবেদক শ্রীপুর গাজীপুরঃ
পোল্ট্রির বর্জে দূষিত হচ্ছে খালের পানি। দূর্ঘন্ধে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। বর্জ পানিতে নষ্ট হয়ে গেছে অর্ধ শত বিঘা জমির উরবরতা। খালের পানি ধূষণের কারণে বন্ধ হয়ে গেছে ৬’শ বিঘা জমিতে বোর ধান চাষ।এমন অভিযোগ রয়েছে প্যারাগণ পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে। বারবার এলাকা বাসির অভিযোগের তদন্ত হলেও অজ্ঞাত কারণে নেয়া হয়না ব্যবস্থা। ক্ষোব্ধ হয়ে উঠছে এলাকার মানুষ।

শনিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দল সরেজমিনে এলাকা বাসির অভিযোগের তদন্ত করে। পরিবেশ দূষণের এমন ভয়াবহ ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা
ইউনিয়নের বাউনী গ্রামের প্যারাগন এগ্রো লিমিটেড নামক পোল্ট্রি ফার্মে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়,৮/১০ বছর আগে মুরগী পালনের নাম করে ফার্মের যাত্রা শুরুহয়। ক্রমেই এলাকা বাসির কাছে
কর্তৃপক্ষের আসল রুপ প্রকাশ পায়। ফার্মের আকার সম্প্রসারণ করে শুরু করে মুরগী পুরানো, জৈব সার উৎপাদন। খামারের বর্জ ও দূষিত পানি কোন প্রকার পরিশোধন না করেই ফেলাহয় খালে। মুগী পুরানোর জন্য ব্যবহার করা হয়না কোন চিমনি। এলাকা বাসির অভিযোগ উন্মোক্ত ভাবে যথাযথ ব্যবস্থা গ্রহন না করে মুরগী পুরানোর কারণে দূষিত ধোঁয়া ও দূর্ঘন্ধে আশপাশ এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। নানা রোগে আক্রান্ত হচ্ছে এলাকার মানুষ। এমনকি পোল্ট্রি ফার্মের আশপাশের লোকজনের অভিযোগ তাদের সাথে এখন কেউ নতুন করে আত্মীয় বন্ধুত্ব করতে চায়না এমন কি পুরাতন আত্মীয়রা আসতে চায়না দাওয়াত বা কোন বিশেষ উৎসব অনুষ্ঠানে।

ফার্মের দূষিত পানি ও বিষাক্ত বর্জ কোন প্রকার পরিশোধন না করেই ফেলা হচ্ছে খালে। ফলে পারুলী নদীর শাখা বাউনী গ্রামের শেড়ার খালের পানি সম্পূর্ণ ভাবে দূষিত হয়ে গেছে। মরে গেছে খালে মাছ, পোকা মাকর,জলজ প্রাণী। স্থানীয় কৃষক আ.হালিম,হারুন মিয়া,রেয়াজউদ্দিন,মমিন ও আ.হক উরফে হক্কে জানান,ফার্মের বর্জ ও দূষিত পানি নিষ্কাষণের কোন ড্রেন নাই। দূষিত পানি ধানের জমির উপর প্রবাহিত হয়। এতে
প্রায় অর্ধ শত বিঘা জমির উরবরতা নষ্ট হয়ে গেছে। এসব জমিতে ধান রোপন করলে শুধু ধানের গাছ হয়। ধানের শিষ বের হলেও তাতে কোন চাল হয় না। ভোক্ত ভোগী কৃষক ফেলাল উদ্দিন,আলতাফ,জাহাঙ্গীর হোসেন,সবুর মিয়া সহ গ্রাম বাসিরা জানান,
দীর্ঘ দিন যাবৎ এ ফার্মের দূষণের শিকার হচ্ছেন
তারা এমনকি পঁচা দুর্গন্ধে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে ইতিমধ্যে । কতৃপক্ষের সাথে যাগাযোগ করেও কোন
প্রতিকার হয়না। ফার্মের বর্জ ও দূষিত পানি ফেলা হয় সেড়ার খালে। খালের পানিতে সেচ দিয়ে
বাউনী,চাওবন, ডুয়াই বাড়ি গ্রামের কৃষকরা প্রায় ৬’শ বিঘা জমিতে বোরধান চাষ করতো। খালের পানি দূষিত হওয়ায় এখন ৬’শবিঘা জমিতে ধানচাষ বন্ধ রয়েছে। খালের পানি দূষনের ফলে মরে গেছে খালের মাছ, পোকা মাকর সহ জলজ প্রানী।তারা আরও জানান, দূষনের কারণে ওই খালের পানি কোন পশু পাখি পান করে না। ভূলক্রমে কোন গরু ছাগল খালের পানি পান করলে অসুস্থ্য হয়ে পরে।
গ্রামবাসিরা আরও জানায়, বারবার তার এবিষয়ে বিভিন্ন দপ্তরি অভিযোগ দিয়েছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে তদন্তও আসে। পরে এবিষয়ে কোন ব্যবস্থা নেয়া হয়না। এতে করে চার পাশের ভোক্ত ভোগী মানুষ ক্রমেই ক্ষিপ্ত হয়ে উঠছে।

প্যারাগন পোল্ট্রি এগ্রো ফার্মের ব্যবস্থাপক মো.আসাদুজ্জামান এলাকা বাসির অভিযোগ অস্বীকার করে বলেন, ফার্মের বর্জ ও পানি সরাসরি খালে ফেলা হয়না। ফার্মের ভীতরে পুকুর রয়েছে । ওই পুকুরে পানি ফেলা হয়। কিছু পানি লিকেজ দিয়ে বের হয়ে খালে পরে। পানিতে নিয়মিত ঔষধ ও চুন দেয়া হয়। জৈব সার উৎপাদনের কারণে কিছু গন্ধ হয়। খুবদ্রুতই আধুনিক উন্নত প্রযুক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করা হবে।শনিবার(২৫ডিসেম্বর) বিকেলে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোসর্মেন্ট উইং এর উপ পরিচালক সৈয়দ আহাম্মদ কবিরের নেতৃত্বে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিচার্জ অফিসার
মো.আশরাফ উদ্দিন,সহ কারী পরিচালক মো.মমিন ভূইয়া সহ কর্মকর্তা গন সরেজমিনে এলাকা বাসির অভিযোগ তদন্ত করেন। তদন্ত শেষে সাংবাদিকদেও প্রশ্নের উত্তরে উপ পরিচালক সৈয়দ আহাম্মদ কবির জানান, এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করেছেন। কিছু অশংগতি আছে। তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। এ বিষয়ে উর্দ্ধতন কতৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন