শ্রীপুরে প্রখ্যাত আলেম মুহাদ্দিছ রিয়াজ উদ্দিনের জানাজা সম্পন্ন

0
118

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসার সাবেক প্রধান মুহাদ্দিস প্রখ্যাত ইলমে দ্বীন জমিয়াতুল মুদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বির আহমেদ মমতাজীর উস্তাদ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি রিয়াজ উদ্দিন (৭৫) সোমবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। ৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টার সময় মরহুমের প্রিয় কর্মস্থল ভাংনাহাটি কামিল মাদরাসা মাঠে জানাযার নামাজ শেষ তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসা থেকে দাখিল, আলিম, ফাজিল পাশ করে ঢাকা আলিয়া থেকে তাফসির, হাদিস, আদব বিভাগে কামিল পাশ করেন। পরে ভাংনাহাটি কামিল মাদরাসায় ৩৬ বছর মুহাদ্দিছ হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৪ কন্যা ও এক স্ত্রী সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। উনার শিক্ষকতা জীবনে হাজার হাজার ছাত্রকে আলেম তৈরি করেছেন। প্রখ্যাত আলেমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উনার জানাযায় অংশগ্রহন করে শোক জানিয়েছেন জমিয়াতুল মুদার্রেছীনের মহাসচিব ও ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমেদ মমতাজী, মাদরাসা কমিটির সভাপতি ট্রান্সকমের সাবেক এমডি আলহাজ্ব জালাল উদ্দিন আকন্দ, মমতাজীয়া দরবার শরীফের গদিনিশীন পীরজাদা আলহাজ্ব মাওলানা এস এম রুহুল আমীন, উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল বিএ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও আ’লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন সবুজ, বিএনপির মনোনীত প্রার্থী ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু। জানাযার নামাজে দেশ বরেণ্য আলেম ওলামা ও হাজার হাজার জনতা অংশগ্রহন করেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন