শ্রীপুরে প্রচারণায় এগিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তা

0
43

শ্রীপুরে প্রচারণায় এগিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজাবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন এর সহধর্মীনি ও শিক্ষানুরাগী, মাহমুদা ইয়াসমিন (মুক্তা) ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতা-কর্মীদের সাথে নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। বিশেষ করে মহিলা ও তরুণ ভোটারদের নজর কাড়তে উন্নয়নের নতুন নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশা-পাশি সকলের কাছে বৈদ্যুতিক পাখা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

মঙ্গলবার (২০ মার্চ) সকাল ১০ টা থেকে তিনি রাজাবাড়ী ইউনিয়ন এর জয়নারায়নপুর এলাকার ভোটারদের কাছে বৈদ্যুতিক পাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।পরে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় প্রচরাণা চালিয়েছেন।

এসময় মুক্তা বলেন, আমি আপনাদের মেয়ে। আমার স্বামী আওয়ামীলীগের রাজনীতি করে।তিনি বর্তমানে উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সে সুবাদে আমার ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে স্কুল,কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ সামাজিক কর্মকান্ডের সাথে আমি সম্প্রিক্ত। আমি আশা আগামী করি ২৪ তারিখ নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে।

কোন মন্তব্য নেই