শ্রীপুরে প্রি-প্রেইড মিটার বন্ধের দাবিতে ডি সি,এস পি কে স্মারকলিপি প্রদান

0
24

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে পল্লীবিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের ফলে সৃষ্ট সমস্যা ও বিড়ম্বনা নিরসনের ব্যবস্থা গ্রহণের জন্য জেলার শ্রীপুর উপজেলাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) বিকাল ৫টার দিকে প্রথমে গাজীপুর জেলা প্রশাসক ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, পরে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম)’র কাছে শ্রীপুরবাসীর পক্ষ থেকে সাংবাদিক জামাল উদ্দিন এ স্মারকলিপি প্রদান করেন।

শ্রীপুর বাসীর দাবি হলো প্রিপেইড মিটার তুলে নেওয়া, পল্লীবিদ্যুতের গ্রাহকরাই যদি সমিতির মালিক হয় তবে কোন কিছু চাপিয়ে দেওয়ার আগে গ্রাহকদের সাথে মতবিনিময় করা, আগামীতে (পবিস) কোন সেবা চালু করার পূর্বে অবশ্যই গ্রাহকদের সাথে আলোচনা করে তাদের সিদ্ধান্ত নেওয়া।

এছাড়াও স্মারকলিপির মাধ্যমে জানানো হয়, যাদের ইনকাম একেবারে কম, পােষাক শ্রমিক বা দিন মজুর মানুষ কিন্তু ভাড়া বাসায় থাকে তাদের মাসে এক হাজার থেকে পনের’শ টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। একারণেই আমরা অবশেষে মানব বন্ধনের মত কর্মসূচী দিয়েছি। মানব বন্ধনে জনসাধারণ শতস্ফূর্তভাবে অংশগ্রহন করেছে এবং বােঝাতে চেয়েছে সর্ব সাধারণ এ মিটার স্থাপন চায়না !

কোন মন্তব্য নেই