শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুর জেলা জাসাস এর প্রয়াত সদস্য সচিব ওবায়দুর রহমান সোহেল মন্ডলের আত্মার মাগফিরাত কামনায় ইফতার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৫ মার্চ) শ্রীপুর কনভেনশন সেন্টারে ওবায়দুর রহমান সোহেল মন্ডল স্মৃতি সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা জাসাস এর যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সুমন এর সভাপতিত্বে ও শ্রীপুর পৌর জাসাস এর যুগ্ন আহবায়ক আল আমীন মোল্লার সঞ্চালনায় ইফতারে আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, গাজীপুর জেলা জাসাস এর আহবায়ক শাহ এরশাদ ফকির, শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান, শ্রীপুর পৌর মহিলা দলের সভাপতি পারভীন সুলতানা, শ্রীপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির সরকার, শ্রীপুর পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মন্ডল, গাজীপুর সদর উপজেলা জাসাস এর আহবায়ক মুকুল মিয়া, সদস্য সচিব জসিম উদ্দিন শেখ, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাসেল আকন্দ, শ্রীপুর উপজেলা জাসাস এর যুগ্ন আহবায়ক ফরহাদ রহমান, বরমি ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম, মাসুম সরকার, শাহাদাদ হোসেন শিপলু, দেলোয়ার হোসেন, জাকারিয়া শেখ, কামরুল, মনির হোসেন, খোরশেদ মন্ডল, দেলোয়ার মন্ডলসহ বিএনপির অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।
এসময় আনোয়ার হোসেন লিটনকে সোহেল মন্ডল স্মৃতি সংঘের আহবায়ক ও দুলাল মিয়াকে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।