শ্রীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে শ্রীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের -২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৪ জুলাই বিকাল সাড়ে ৩টায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত গাজীপুর-৩ আসনের সাংসদ ও গাজীপুর জেলা আওয়ামীলীগেরসাধারন সম্পাদক জনাব, মােহাম্মদ ইকবালহােসেন সবুজ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব, সামছুল আলম প্রধান, পৌর মেয়র মো: আনিছুর রহমান,শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ শামছুল আরেফীন, সহকারী ভুমি কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা ভাইস চেয়াম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুরন্নাহার মেজবা, গাজীপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয় সম্পাদক আমির হামজা, তেলীহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, জেলা আওয়ামীলীগের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কফিল উদ্দিন মন্ডল, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীয়া সম্পাদক হুমায়ুন কবির হিমু,শ্রীপুর পৌরসভার প্যানেল মেয়র জনাব আমজাদ হোসেন বিএ প্রমুখ।