গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সদ্য জন্ম নেয়া ৩টি বাঘ শাবকের মধ্যে একটি সাদা ডোরাকাটা শাবক। এই পার্কের সাফারী জোনে দ্বিতীয়বারের মত একটি মা বাঘিনী গত ৮ আগষ্ট তিনটি শাবকের জন্ম দেয়। এদের মধ্যে রয়েছে একটি সাদা বাঘ। এই বাঘিনীটিই ২০১৭ সালে আরও তিনটি শাবকের জন্ম দিয়েছিল। সব মিলিয়ে সাফারী পার্কে এখন মোট বাঘের সংখ্যা ১২ তে পৌঁছেছে। এর মধ্যে চারটি পুরুষ ও ৮টি স্ত্রী বাঘ। তবে সাফারী পার্কে সাদা বাঘের জন্ম হওয়া এটিই প্রথম।এর আগে ১৯ জুলাই চট্টগ্রামের চিড়িয়াখানায় প্রথমবারের মত সাদা বাঘের জন্ম হয়েছিল।
পার্কের বণ্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান জানান, গত ৮ আগষ্ট একটি মা বাঘিনী তিনটি শাবকের জন্ম দেয়। এর মধ্যে রয়েছে একটি সাদা প্রজাতির বাঘ। শাবকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পার্ক কর্তৃপক্ষ এক মাস পর এ ঘটনা প্রকাশ করে। জন্মের পর থেকেই মা ও তার শাবকরা সুস্থ রয়েছে। তারা নিয়মিত মায়ের দুধ পান করছে আর শাবকদের দুধ পানের কথা বিবেচনা করে মা বাঘিনীকে অতিরিক্ত খাবার দেয়া হচ্ছে। সাদা বাঘের জন্ম প্রসঙ্গে তিনি বলেন, এটি অস্বাভাবিক কিছু নয়। জিনগত কারণে বাঘের রঙ সাদা হয়ে থাকে।
সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পার্ক কর্তৃপক্ষের নিবিড় পর্যবেক্ষণে এখানে বিভিন্ন প্রাণীরা নিয়মিত বাচ্চা জন্মদিচ্ছে। এরই ধারাবাহিকতায় একটি মা বাঘিনী একটি সাদা শাবকসহ তিনটি শাবকের জন্ম দিয়েছে। বর্তমানে মা ও শাবকরা সুস্থ রয়েছে।