শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ১৯ মার্চ রাতে উপজেলা প্রশাসনের ফেইসবুক পেইজ থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত একটি চিঠিতে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বিশ্বব্যাপী করােনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে শ্রীপুর উপজেলাধীন বিভিন্ন স্থানে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সভা সমাবেশসহ সকল প্রকার গণজমায়েত স্থগিত করা হয়েছে। এছাড়া শ্রীপুর উপজেলাধীন সকল রিসাের্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, কমিউনিটি সেন্টার, সিনেমা হল, পার্ক ও পর্যটন স্থানসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। এছাড়া, সাম্প্রতিক সময়ে বিদেশ থেকে আসা সকলকে নির্ধারিত কোয়ারেন্টাইন সময় (বিদেশ থেকে আসার পর ১৪ দিন)পর্যন্ত নিজ নিজ ঘরের বাইরে না যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলাে। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে সকলকে আতঙ্কিত না হয়ে করােনা ভাইরাস সংক্রমন প্রতিরােধে সচেতন হওয়ার জন্য অনুরােধ করা হলো।এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অন্যদিকে, শুক্রবার ২০ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের অন্যতম গাজীপুর শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক বিনোদন কেন্দ্রটি বন্ধ থাকবে। বুধবার দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান পার্কটি পরিদর্শন করে বন্ধের এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।এসময় প্রধান বন সংরক্ষক মো. শফিউল আলম চৌধুরী ও পার্কটির প্রকল্প পরিচালক জাহিদুল কবির উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ ইতোমধ্যে সরকারের পক্ষথেকে জনসমাগম এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। সেজন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পার্কটি পরিদর্শন করে বন্ধ ঘোষণা করেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে।