শ্রীপুরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

0
222
 শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওনা-চৌরাস্তা এলাকায় বাস চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় শিহাব (২৩) নামে একজন নিহত হয়েছে।সে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, শিহাব গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় নানার বাড়ি থেকে জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজে লেখাপড়া করতেন। তিনি ওই কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে ছাত্র ছিলেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা থেকে মোটর সাইকেল চালিয়ে শ্রীপুর উপজেলায় যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা-চৌরাস্তা উড়াল সেতুর দক্ষিণ পাশে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি বাস ওই মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিহাব মারা যান। লাশটি মাওনা হাইওয়ে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করার প্রক্রিয়া চলছে। সেই সাথে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই