শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

0
57

জি নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপির বাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ আগষ্ট)সকাল সাড়ে সাতটার দিকে টেপিরবাড়ি -ছাতির বাজার আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।নিহত রিথী আক্তার (৩) টেপির বাড়ি গ্রামের রানা মিয়ার তৃতীয় সন্তানের মধ্যে ছোট মেয়ে।

জানা যায়, রাস্তার পশ্চিম থেকে পূর্ব পাশে নাজিম উদ্দিনের বাড়ি থেকে ছয় মাস যাবত রাস্তার উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছিল আব্দুল মালেক।

আব্দুল মালেকের ছেলে জামান বলেন, রাতের বেলা সড়ক দিয়ে ড্রাম ট্রাক যাওয়ার পথে সড়কের উপরে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে যায় আমরা খবর পেয়ে সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন করি’।

নিহত শিশুর বাবা রানা মিয়া বলেন, প্রতিদিন আমার মেয়েটা রাস্তার ওপারে ফুফুর বাড়িতে যাই । আজও যাওয়ার পথে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে আমার কলিজার টুকরা মেয়েটা মারা গেছে।আমি কিছুতেই এটা মেনে নিতে পারছিনা।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশকে পাঠানো হচ্ছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন