শ্রীপুরে বিলবোর্ড অপসারণে এ বাধা দেওয়ায় একজনকে জরিমানা

0
55

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর শ্রীপুরের নয়নপুর বাজার এলাকায় নির্বাচন কমিশনার এর নির্দেশনা অনুযায়ী ব্যানার ফেস্টুন অপসারণ করতে গেলে সরকারী কাজে বাঁধা দেওয়ায় গাজীপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেন সরকারকে একহাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। শনিবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে থাকা সকল অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, নির্বাচনী পোস্টার অপসারণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা জানান, নির্বাচন কমিশন ১৪ নভেম্বরের মধ্যে সকল প্রকার অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণের নির্দেশনা দেওয়ার পরও যে সকল অবৈধ বিলবোর্ড, ব্যানার অপসারণ হয়নি এগুলো অপসারণ করতে জৈনাবাজার থেকে মাধখলা পর্যন্ত মহাসড়কের দু’পাশে সকল প্রকার অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়।এসময় সরকারী কাজে বাঁধা দেওয়ায় অাবুল হাসেম সরকার নামে একজনকে একহাজার টাকা অর্থ দণ্ড দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই