শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সস্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।র্যালীটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্স এর সামনে এসে অডিটোরিয়াম আলোচনা সভায় মিলিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ফতেমা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান এড. শামসুল আলম প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুর নাহার মেজবাহ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মুনজুরুল হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মইনুল হক খান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত শারমিন সহ উপজেলায় কর্মরত কর্মকর্তাবৃন্দ । আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শক ও শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারীকে পুরস্কৃত করা হয়।