শ্রীপুরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলায় আটক-১

0
308

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকার শিমলা পাড়া বাজারের এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ব্যবসায়ী আরিফ কে কুপিয়ে গুরত্বর আহত করে।এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলো, (১) মোঃ সুমন মড়ল পিতাঃ মৃতঃ জিল্লুর রহমান মড়ল (২) মেহেদী হাসান পিতাঃ হানিফ মিয়া, সাং: আক্তাপাড়া (৩) মঞ্জুরুল ইসলাম (মঞ্জু) পিতাঃ মৃত মজনু মিয়া সাং: সিংগারদিঘি (৪)মাসুদ মিয়া পিতাঃ আলতাফ হোসেন (৫) মফিজুল ইসলাম (মফি) পিতাঃ ফডু ডিলার (৬)শফিক মড়ল পিতাঃ হাফেজ উদ্দীন (৭) হানিফ পিতাঃ পানা উল্লাহ পানু সাং: আক্তাপাড়া এবং (৮)ছাইফুল মড়ল পিতাঃ হাফিজ উদ্দীন।

শিমলা পাড়া বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে হঠাৎ করেই সুমন মড়ল একদল সন্ত্রাসীদের নিয়ে ব্যবসায়ী আরিফের রড, সিমেন্টের দোকানে প্রবেশ করে তাকে এলোপাথারি ভাবে দা দিয়ে কুপাতে থাকে এ সময় সবার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসয়ীরা সড়ক অবরোধ করেন এবং শ্রীপুর থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ঘটনা স্থল থেকে ছাইফুল মড়ল কে আটক করেন পুলিশ।

আহত আরিফের স্ত্রী মিতু জানান, সুমন মড়লের সহকারী মেহেদী আমার মেয়ে কে উত্যক্ত করতো তা নিয়ে আমার স্বামী আরিফ শ্রীপুর থানায় একটি ইভটিজিং মামলা করেন সেই সূত্রেই সুমন মড়ল আরিফের উপর এ সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ সাড়ে আট লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় আহত আরিফ কে শ্রীপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করেন সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ কলেজ মেডিকেলে প্রেরণ করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম জানান, থানায় মামলা হওয়ার পর আমরা তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা গ্রহন করি এবং এক জনকে আটক করা হয়েছে বাকীদের আটকের প্রকৃয়া চলামান রয়েছে।

কোন মন্তব্য নেই