শ্রীপুরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতা মিছিল

0
6

গাজীপুর::গাজীপুরের শ্রীপুরে সীমান্তে শিশু হত্যা, ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল ও পথসভা করেছে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতা।

শুক্রবার ৬ সেপ্টেম্বর জুম্মার নামাজের পর শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উড়াল সেতুর নিচে এক পথসভা অনুষ্ঠিত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওসামা বিন হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামি শ্রীপুর উপজেলা শাখার আমির নরুল ইসলাম,শ্রীপুর পৌর বিএনপির সভাপতি বিল্লাল ব্যাপারী,গাজীপুর জেলা কৃষকদলের সভাপতি এস এম আবুল কালাম,শ্রীপুর ছাত্র প্রতিনিধি হাসান হাবিব সহ উপস্থিত নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি হান্নান সাহেব।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন