শ্রীপুরে ভোটের মাঠ চষে বেড়াচ্ছে আওয়ামীলীগ, মামলার বোঝা নিয়ে স্তব্ধ বিএনপি

0
26
 শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সারা দেশের মতো গাজীপুরের শ্রীপুরেও আওয়ামীলীগ নেতারা গণসংযোগ, শোডাউন সহ নানা ধরনের প্রচারে ব্যস্ত রয়েছেন। নির্বাচনী সভা, কেন্দ্র কমিটি গঠন সহ নানা ভাবে নির্বচনী মাঠ গুছিয়ে আনছেন। শিডিউল করে নানা ভাবে নানা কৌশলে দলীয় নেতাকর্মীদের মাঠে নামাচ্ছেন আওয়ামীলীগ। অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বেশির ভাগ নেতৃবৃন্দ একের পর এক মামলায় জর্জরিত হয়ে মামলার বোঝা মাথায় নিয়ে গ্রেপ্তার এড়াতে এলাকা ছাড়া। সরকারের দমন নীতি, পুলিশ ও প্রশাসনের কারণে রাজনৈতিক কর্মসূচী নিয়ে তারা সাধারণ জনগনের কাছে যেতে পারছে না। আগামী নির্বাচনের বিষয়ে দলীয় সিদ্ধান্ত না থাকায় দলের মনোনয়ন প্রত্যাশী নেতারা আওয়ামীলীগ নেতাদের মতো পোস্টার বিলবোর্ড ফেস্টুন লাগিয়ে কিংবা শো-ডাউনের মতো কর্মসূচি দিতে পারছে না। গাজীপুর- ৩ আসর্নে এমপি অ্যাডভোকেট রহমত আলী শারিরিক অসুস্থতার মধ্যেও নিজেকে এলাকাবাসীর মাঝে সম্পৃক্ত রাখার চেষ্টা করছেন। আবার অনেক ক্ষেত্রেই এগিয়ে দিচ্ছেন তার ছেলে কেন্দ্রীয় উপকমিটির সদস্য জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দূর্জয়কে। এমপি প্রার্থী হিসাবে দূর্জয়ের নির্বাচনী বিলবোর্ড, পোস্টারে ছেয়ে গেছে এলাকা। অনেক তোরণ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। শিডিউল করে নিয়মিত উন্নয়ন তৃণমূল সভা, গণসংযোগ আর শোডাউন করছেন। পিছিয়ে নেই জেলা আ্ওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজও। সড়ক জুড়ে তার বিলবোর্ড, পোস্টার ও তোরণের কমতি নেই। এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছেন উঠান বৈঠকের মাধ্যমে। তৃণমূলে তুলে ধরেছেন সরকারের উন্নয়ন কর্মকান্ড। এই দুজন নেতা কেন্দ্রিক আওয়ামীলীগে দুটি বলয় গড়ে উঠেছে। অন্য দিকে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পীরজাদা এসএম রুহুল আমীন, আব্দুল মোতালেব, ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, সাখাওয়াত হোসেন সবুজ, শাহজাহান ফকির সহ ডজন খানেক মনোনয়ন প্রত্যাশী প্রত্যেকেই একাধিক নাশকতা মামলার আসামী হওয়ায় সাবধানে পা ফেলছেন। প্রকাশ্যে জনসংযোগ করতে না পরলেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানাদি জানাজা, বিয়েশাদি, কুলখানি সহ বিভিন্ন কায়দায় জনগনের সাথে সর্ম্প বজায় রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন