শ্রীপুরে ভ্যান চাপায় কারখানার শ্রমিকের মৃত্যু

0
27

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকায় চীনা মালিকানাধীন গেলী ইন্ডাষ্ট্রিজ নামের এক ব্যাটারি কারখানায় কাভার্ডভ্যানের চাপায় এক দোভাষী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।নিহত দোভাষী আল আমিন (২৬) খুলনার দৌলতপুর থানার মহেশপুর এলাকার খবির উদ্দিনের ছেলে। শ্রীপুর থানার এসআই রাজীব কুমার জানান, বৃহস্পতিবার মধ্যরাতে একই মালিকের পুরাতন ব্যাটারি কারখানা থেকে কভার্ডভ্যান যোগে মালামাল অদূরে তাদের নতুন কারখানায় স্থানান্তর করা হচ্ছিল। রাত ১টার দিকে নতুন কারখানার ফটক দিয়ে ঢোকার পুর্বমূহুর্তে কভার্ডভ্যানের চালক একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ফটকটি ভেঙ্গে গাড়িটি ভেতরে ঢুকে যায়। এসময় ফটকের ভেতরে থাকা দোভাষী গাড়ীর নীচে চাপা পড়েন। পরে গুরুতর আহতাবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোন মন্তব্য নেই