শ্রীপুরে মঙ্গল শোভাযাত্রা ও নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত হচ্ছে

0
25

শ্রীপুরে মঙ্গল শোভাযাত্রা ও নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত হচ্ছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে শ্রীপুর উপজেলায় দিনব্যাপী নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ পালিত হচ্ছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

মঙ্গল শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য সাজে সজ্জিত হয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক- শিক্ষার্থীসহ সর্বস্তরের নারী পুরুষ অংশ নেয়।শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর উপজেলা চত্বরে মেলায় মিলিত হয়।

এরপর উপজেলা চত্বরের মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, রেহেনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এড. মো: শামসুল আলম প্রধান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, উপজেলা নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ সহ উপজেলার বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।

সকাল সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলা চত্বরের মঞ্চে শুরুহয় শ্রীপুর উপজেলা চারুকলা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পহেলা বৈশাখের অনুষ্ঠান পালনের খবর পাওয়া গেছে।

কোন মন্তব্য নেই