নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজাবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন এর সহধর্মীনি ও শিক্ষানুরাগী, মাহমুদা ইয়াসমিন (মুক্তা) ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতা-কর্মীদের সাথে নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। বিশেষ করে মহিলা ও তরুণ ভোটারদের নজর কাড়তে উন্নয়নের নতুন নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশা-পাশি সকলের কাছে বৈদ্যুতিক পাখা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
মঙ্গলবার (১৯মার্চ) সকাল ১০ টা থেকে তিনি শ্রীপুর পৌর শহরে বিভিন্ন এলাকায় তার সমর্থকদের সাথে প্রচারণা চালিয়েছেন।সকালে তিনি সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেছেন।পরে তিনি রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন কে সাথে নিয়ে রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ফৌজিয়া খানম এবং শ্রীপুর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সিফাত উল্লাহ সরকার সহ কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী গনসংযোগ করেন।
এসময় মুক্তা বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রানে লালন করি। আমার স্বামী আওয়ামীলীগের রাজনীতি করে।তিনি বর্তমানে উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সে সুবাদে আমার ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে স্কুল,কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ সামাজিক কর্মকান্ডের সাথে আমি সম্প্রিক্ত। প্রচারণায় আমি সাধারন ভোটারদের কাছে গিয়ে আমি জানতে পেরেছি তারা কি চাই। সাধারণ ভোটাররা আমাকে ব্যাপক উৎসাহ যোগাচ্ছে।আমি নির্বাচিত হলে শ্রীপুর উপজেলায় দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাব। আমি আশা করি ২৪ তারিখ নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে।
প্রষঙ্গত, উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও তাদের মধ্যে সবার সুপরিচিত মুখ মাহমুদা ইয়াসমিন মুক্তা। সু- শিক্ষায় স্বশিক্ষিত সমাজসেবিকা মাহমুদা ইয়াসমিন মুক্তা ২০০২ সালে এস.এস.সি, ২০০৪ সালে এইচ.এসসি ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ হতে অনার্স, মাষ্টার্স ও গাজীপুর ল’ কলেজ থেকে এল.এল.বি শেষ করেন।