শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে নারীসহ আটক-৫

0
69
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে শ্রীপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে নারীসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। সোমবার (২২ অক্টোবর) দিবাগত রাতে অফিসার ইনচার্জ এর নির্দেশনায় এসআই মোস্তাফিজুর রহমানসহ পুলিশের একটি দল কেওয়া পূর্ব খন্ড, মাওনা উত্তর পাড়া, গজারিয়া ও বরকুল এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছথেকে ১ কেজি গাঁজা ও ১৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে আটকৃতরা হলেন, উপজেলার কেওয়া পূর্বখন্ড গ্রামের অাবুল হাসেমের স্ত্রী মোছাঃ আকলিমা (৩৫), ভাংনাহাটি গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে সুমন (২৫), মাওনা উত্তর পাড়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৩০), কুড়ালপাড়া, গজারিয়া গ্রামের মৃত আহসান উদ্দিনের ছেলে মোঃ সোহেল (২৫) এবং ময়মনসিংহ জেলার পাগলা থানার পাতলাশী গ্রামের মৃত ডা: সুলতান উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সুমন মিয়া (পলাশ) (২৫) কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান,মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় পৃথক ভাবে তাদের কাছথেকে উদ্ধার হয় ১ কেজি গাঁজা ও ১৩০ পিচ ইয়াবা ট্যাবলেট।পরে মাদক আইনে মামলা দিয়ে আসামিদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই