শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে আটক-১

0
28
 শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে শ্রীপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ অক্টোবর) অফিসার ইনচার্জ এর নির্দেশনায় গোপন সংবাদের বৃত্তিতে এসআই মো: আব্দুল মালেকসহ পুলিশের একটি দল কেওয়া পশ্চিম খন্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মো: আমজাদ হোসেন (২২) কে আটক করে। সে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মৃত: আ: রহমানের ছেলে (মোন্তাজ মাস্টারের বাড়ীর ভাড়াটিয়া)। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় তার কাছথেকে ২১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে মাদক আইনে মামলা দিয়ে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই