শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে শ্রীপুর উপজেলায় চলিত মাসে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। বুধবার (২১ নভেম্বর) শ্রীপুর থানা সুত্রে এ তথ্য জানানো হয়। গাজীপুরের পুলিশ সুপার এর নির্দেশনায় শ্রীপুর থানা অফিসারদের সমন্বয়ে চলমান মাদক বিরোধী অভিযানে চলতি মাসে শ্রীপুর থানায় ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।এ সময় তাদের নিকট হইতে ৮০০ (আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট, ০৭ (সাত) কেজি গাঁজা, ১৪ (চৌদ্দ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।পরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ৩০টি মামলা দায়ের করা হইয়াছে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, মাদক বিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চলিত মাসেই ৪০জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।তাদের কাছথেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান মাদকদ্রব্য।তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদক দ্রব্য উদ্ধারের ক্ষেত্রে স্থানীয় লোকজনদের সহযোগীতা অনস্বীকার্য্য। ভবিষ্যতে আরো অধিক হারে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার লক্ষ্যে সম্মানিত নাগরিকদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতা কামনা করছি।