শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী ও বিশেষ অভিযানে পাঁচ জনকে আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (৩০ নভেম্বর) এসআই আমিনুল হক, এসআই মোঃ নাজমুল সাকীব, এসআই মোঃ আশরাফুল্লাহ্, এএসআই মোঃ লুৎফর রহমান, এএসআই মোঃ শওকত আলীসহ পুলিশের একটি দল গোপন সংবাদের বৃত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে মাওনা উত্তরপাড়া এলাকা হইতে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ময়েজ @ মহেজ উদ্দিন (৪০), পিতা-আব্দুল মান্নান, সাং-মাওনা উত্তরপাড়া (জপ্তার পুকুরপাড়) থানা-শ্রীপুর জেলা-গাজীপুর এবং মাদক সেবী হাসিবুল হোসেন আয়েজ (৩৫), পিতা-আব্দুল জলিল, সাং-কাওয়ালটি ফকিরবাড়ী, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহ, এ/পি-কেওয়া পশ্চিম খন্ড ফায়ার সার্ভিস এর সামনে খায়রুল ইসলাম বাদল এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-শ্রীপুর জেলা-গাজীপুর কে গ্রেফতার করে নিয়মিত মামলা রুজু করা হয়। ইহাছাড়াও শ্রীপুর থানার মামলা নং-৩৫(১১)১৮, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(৪)(খ) তৎসহ ৩২৩/৫০৬/৩২৮ পিসি এর এজাহারনামীয় আসামী ১। ইমান আলী(৫৫), পিতা-মৃত আফাজ উদ্দিন, সাং-কপাটিয়াপাড়া, থানা-শ্রীপুর জেলা-গাজীপুর কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ১। অপু (৩৫), পিতা-মোঃ রুহুল আমিন, সাং-ভাংনাহাটি, ২। মোঃ ফারুক, পিতা-মৃত আঃ মোতালেব, সাং-পটকা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদ্বয় কে গ্রেফতার করে সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানে আসামিদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।