শ্রীপুরে যাত্রীবাহি বাস উল্টে আহত অনন্ত ২০ জন

0
38

জি নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ মহসড়কের যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। বুধবার (২৯ আগষ্ট) সকালে ১১ টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে শেরপুরের একটি এসি ডিলাক্স বাস নিয়ন্ত্রণ হারিয়ে জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২২ যাত্রী আহত হয়। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, বাস দুর্ঘটনায় ২০/২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন