জি নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ মহসড়কের যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। বুধবার (২৯ আগষ্ট) সকালে ১১ টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে শেরপুরের একটি এসি ডিলাক্স বাস নিয়ন্ত্রণ হারিয়ে জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২২ যাত্রী আহত হয়। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, বাস দুর্ঘটনায় ২০/২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি