শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রাম থেকে ১শত পিছ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১ এর একটি দল।
রোববার (৩ ফেব্রুয়ারি) ভোরে র্যাবের পোড়াবাড়ী ক্যাম্পের লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে র্যাব।এসময় তাদের দেহ তল্লাশী করে মোঃ দুলাল মিয়া(৪০) এর পরিহিত লুঙ্গির কোচ হইতে একটি সাদা জিপার ব্যাগে গোলাপি রংঙ্গের ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৭৫০/-(এক হাজার সাতশত) টাকা এবং ০১(দুই) টি বাটুনযুক্ত মোবাইল ফোন, উদ্ধার করা হয়েছে। ২। মোঃ ফখরুল ইসলাম(২৫) এর পরিহিত জ্যাকেট এর ডান পকেট হইতে একটি সাদা জিপার ব্যাগে গোলাপি রংঙ্গের ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১(দুই) টি বাটুনযুক্ত মোবাইল ফোন, সর্বমোট (৫০+৫০)=১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৭৫০/- এবং (০১+০১)=০২ টি বাটুনযুক্ত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।