শ্রীপুরে লবনের দাম বাড়ার গুজব

0
42

শ্রীপুরে লবনের দাম বাড়ার গুজব

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় লবনের দাম বাড়ার গুজবে নির্ধারিত দামের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রতি কেজি লবন।

মঙ্গলবার ১৯ নভেম্বর শ্রীপুর উপজেলা সদরসহ বিভিন্ন হাট বাজারে এ ধরনের ঘটনা ঘটে।

সরেজমিনে বাজার পরিদর্শনে গিয়ে দেখা যায়, বাজারের মুদি ব্যবসায়ীদের দোকানে লবন কেনার জন্য ভিড় করছে ক্রেতারা। ৫ কেজি থেকে ১০ কেজি করে লবন কিনে নিচ্ছে ক্রেতারা। একজন ক্রেতাকে মুঠো ফোনে কথা বলতে শোনা গেছে ১০ কেজি না বেশি লবন কিনব।

এক ক্রেতাকে প্রয়োজনের অতিরিক্ত লবন কেনার কারণ জানতে চাইলে তিনি জানান, পেয়াজ না কিনে ভুল করছিলাম পরে দুইশত টাকা কেজি করে পেয়াজ কিনেছি। শুনেছি লবনের দাম বাড়বে তাই একটু বেশি করে কিনে নিলাম। আর একজন ক্রেতা ১০ কেজি লবন কিনেছেন। উনাকে এত বেশি লবন কেনার কথা জিজ্ঞাসা করলে সে জানান, দরকার তাই কিনেছি আমার নিজের ও অন্যজনের জন্য কিনেছি। অনেকে আবার কথার উত্তর না দিয়ে চলে গেছেন।

এ ব্যাপারে ফখরুল এন্টারপ্রাইজের মালিক জানান, লবনের দাম বাড়ার খবর সম্পূর্ণ গুজব। আমরা লবনের দাম বাড়ার কোন সংবাদ পাইনি। দুপুরের পর আমার দোকানের লবন বিক্রি শেষ হয়ে গেছে। তারপর বিকেলে লবনের গাড়ি আসলে আবার আগের দামেই লবন বিক্রি করছি।

বিক্রমপুর ষ্টোরের মালিক আল-আমিন জানান, আজকে মঙ্গলবার বাজারের দিন থাকায় বাজারে লোকজন বেশি। দুপুরের পর থেকে বাজারে লোকজন লবনের দাম বৃদ্ধির খবর শুনে বেশী করে লবন কিনে নিচ্ছে এখনো আমাদের কাছে লবন আছে, আমরা আগের দামেই লবন বিক্রয় করছি। মানুষ গুজবে মেতেছে আমরা দাম বাড়ার কোন সংবাদ পাইনি।

উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর এর সহকারী নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ইতিমধ্যেই বাজার সভাপতিদের নির্দেশনা দেওয়া হয়েছে লবন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি না করার জন্য। আমরা বাজার মনিটরিং করছি বিষয়টি সম্পূর্ণ গুজব।

কোন মন্তব্য নেই