শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে শ্রীপুরে লবলং খালের ভরাট ও দূষণ রোধে অভিযান পরিচালনা করেছে ভ্রামমাণ আদালত। এসসয় দুটি কারখানাকে সাড়ে ৩ লাক্ষ টাকা জরিমানা করা হয়।
সোমবার ১৭ আগস্ট গাজীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় পরিবেশ দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগীতা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর সদস্যবৃন্দ।
ভ্রামমাণ আদালত সুত্রে জানাযায়, পৌর এলাকার বেড়াইদেরচালা পারফেত্তি ভ্যান মেলে বাংলাদেশ (প্রা:) লি: কে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) অকার্যকর রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৬(গ) ও ৬(ঙ) লংঘন করে লবলং খাল ভরাট ও দূষণ করায় ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং সিংদিঘী, মাওনা এলাকার খান রোটর এন্ড কোং কে অকার্যকর ডাস্ট কালেক্টর দ্বারা স্পিনিংয়ের বায়বীয় বর্জ্য বাইরে নির্গত করে পরিবেশ দূষণ করায় কারখানাটিকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তা আদায় করা হয় এবং অনতিবিলম্বে কারখানাগুলোকে পরিবেশগত ব্যবস্থাপনা সংশোধন করে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।