শ্রীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধে যাত্রিদের দুর্ভোগ

0
28

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা এলাকায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের বাসচাপা দিয়ে হত্যার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে মিছিল,গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স চেক করেন শিক্ষার্থীরা।

শনিবার (৪ আগষ্ট) সকাল ১০টায় মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে হাতে লেখা প্লেকার্ড নিয়ে রাস্তায় অবস্থান করেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।এ সময় তারা রাস্তায় চলাচলরত গাড়ির ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স চেক করেন।এর মধ্যে যাদের লাইসেন্স পাওয়া যায়নি তাদের আইনের আওতায় আনার জন্য মাওনা হাইওয়ে থানা পুলিশকে অনুরোধ করেন সাধারন ছাত্র-ছাত্রীরা।শ্রীপুরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্কুল ড্রেস পড়া অবস্থায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন।এসময় তারা বলেন, আমরা সড়কে আর কোন ছাত্র-ছাত্রীদের মৃত্যু দেখতে চাইনা।আমরা সড়কে থাকতে চাইনা।আমাদের দাবি গুলো দ্রুত সরকার বাস্তবায়ন করুন। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, সকাল থেকেই মহাসড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন স্থানে বিভিন্ন শিল্পকারখানার পণ্যপরিবহনের ট্রাক আটকে রয়েছে।আমরা মহাসড়ক থেকে শিক্ষার্থীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করছি। তবে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

কোন মন্তব্য নেই